মঙ্গলকাব্যের উপজীব্য কি?
|
উঃ ধর্মবিষয়ক আখ্যান। দেবদেবীর গুনগান মঙ্গলকাব্যর উপজীব্য। স্ত্রী দেবীদের প্রধান্য এবং মনসা ও চন্ডীই এদের মধ্যে গুরুত্বপূর্ণ। |
|
|
|
মঙ্গলকাব্য প্রধানত কত প্রকার ও কি কি?
|
উঃ মঙ্গল কাব্য প্রধানতঃ দু’প্রকার। যথা- (ক) পৌরাণিক মঙ্গলকাব্য ও (খ) লৌকিক মঙ্গলকাব্য। |
|
|
|
উল্লেখ্যযোগ্য পৌরাণিক মঙ্গলকাব্য কি কি?
|
উঃ অন্নদামঙ্গল, কমলামঙ্গল, দূর্গামঙ্গল। |
|
|
|
উল্লেখযোগ্য লৌকিক মঙ্গলকাব্য কি কি?
|
উঃ মনসা মঙ্গল, চন্ডীমঙ্গল, কালিমঙ্গল, গৌরীমঙ্গল (বিদ্যাসুন্দরী), সারদামঙ্গল প্রভৃতি। |
|
|
|
সর্বাপেক্ষা প্রাচীনতম মঙ্গলকাব্য ধারা কোনটি?
|
উঃ মনসামঙ্গল। |
|
|
|
সর্বাপেক্ষা জনপ্রিয় মনসামঙ্গল কাহিনী কোনটি?
|
উঃ চাঁদ সাগরের বিদ্রোহ ও বেহুলার সতীত্ব কাহিনী। |
|
|
|
মনসামঙ্গল কাব্য কোন দেবীর কাহিনী নিয়ে রচিত?
|
উঃ দেবী মনসা’র কাহিনী। |
|
|
|
মনসামঙ্গলের উল্লেখযোগ্য চরিত্র কি?
|
উঃ মনসাদেবী, চাঁদ সুন্দর, বেহুলা, লক্ষ্মীন্দর। |
|
|
|
মনসামঙ্গলের আদি কবি কে?
|
উঃ কানা হরিদত্ত। |
|
|
|
কোন রাজার সময় মনসা মঙ্গল কাব্য রচিত হয়?
|
উঃ সুলতান হুসেন শাহের সময়ে। |
|
|
|
মনসামঙ্গলের অন্যতম কবি নারায়ন দেবের জন্মস্থান কোথায়?
|
উঃ বর্তমান কিশোরগঞ্জ জেলায়। |
|
|
|
কবি নারায়ন দেবের কাব্যের নাম কি?
|
উঃ পদ্মপুরাণ। |
|
|
|
মনসামঙ্গলের অন্যতম কবি বিজয় গুপ্তের জন্ম স্থান কোথায়?
|
উঃ বরিশাল জেলার বর্তমান গৈলা গ্রামে এবং প্রাচীন নাম ফুলশ্রী। |
|
|
|
মনসা বিজয়’ কাব্যগ্রন্থের রচিয়তা কে?
|
উঃ বিপ্রদাস পিপিলাই, ১৪৯৫ সালে প্রকাশিত হয়। |
|
|
|
মনসামঙ্গলের সুকণ্ঠ গায়ক হিসেবে কোন কবির বিশেষ খ্যাতি ছিল?
|
উঃ দ্বিজ বংশীদাস। |
|
|
|
দ্বিজ বংশীদাস কোথায় জন্মগ্রহন করেন?
|
উঃ কিশোরগঞ্জ জেলার পাতুয়ারী গ্রামে। |
|
|
|
মনসামঙ্গলের অন্যতম শ্রেষ্ঠ কবি ক্ষেমানন্দের উপাধি কি ছিল?
|
উঃ কেতকা দাস। |
|
|
|
চন্ডীমঙ্গল কাব্যের আদি কবির নাম কি?
|
উঃ মানিক দত্ত। |
|
|
|
কোন শতকে চন্ডীমঙ্গল কাব্যের সর্বাধিক প্রসার ঘটে?
|
উঃ ষোড়শ শতকে। |
|
|
|
চন্ডীমঙ্গল কাব্যর রচনাকাল কত সময় পর্যন্ত বিস্তৃত?
|
উঃ ষোড়শ থেকে আঠার শতক পর্যন্ত। |
|
|
|
চন্ডীমঙ্গল কাব্য ধারার সর্বশ্রেষ্ট কবি কে?
|
উঃ কবি কবিকঙ্কন মুকুন্দ রাম চক্রবর্তী। |
|
|
|
কবি মুকুন্দ রাম কোথায় জন্মগ্রহন করেন?
|
উঃ বর্ধমান জেলার দামুন্যা গ্রামে। |
|
|
|
কবি মুকুন্দ রাম কার সভাসদ ছিলেন?
|
উঃ মেদিনীপুর জেলার অড়বা গ্রামের জমিদার রঘুনাথের। |
|
|
|
মুকুন্দ রামকে কে কেন কবিকঙ্কন’ উপাধি দেন?
|
উঃ জমিদার রঘুনাথ শ্রী শ্রী চন্ডীমঙ্গল কাব্য রচনার জন্য। |
|
|
|
মুকুন্দ রামের চন্ডীমঙ্গল কাব্যর অন্যান্য নাম কি কি?
|
উঃ অভয়ামঙ্গল, অধিকামঙ্গল, গৌরিমঙ্গল, চন্ডীমঙ্গল, প্রভৃতি। |
|
|
|
চন্ডীমঙ্গলের উল্লেখ্যযোগ্য কবির নাম কি?
|
উঃ দ্বিজ রামদেব, মুক্তারাম সেন, হরিরাম, ভবানীশঙ্কর দাস, অকিঞ্চন চক্রবর্তী প্রমুখ। |
|
|
|
ধর্মমঙ্গল কাব্যের কাহিনী কয়টি এবং কি কি?
|
উঃ দুটি। যথাঃ (ক) রাজা হরিশ্চন্দ্রের কাহিনী এবং (খ) লাউসেনের কাহিনী। |
|
|
|
ধর্মমঙ্গল কাব্যের আদি কবি কে?
|
উঃ ময়ূর ভট্ট। |
|
|
|
হাকন্দপুরান’ কার রচিত কাব্য গ্রন্থ?
|
উঃ ময়ূর ভট্ট। |
|
|
|
শ্যাম পন্ডিত কে ছিলেন?
|
উঃ ধর্মমঙ্গলের অন্যতম কবি। |
|
|
|
নিরঞ্জন মঙ্গল কার কাব্য গ্রন্থের নাম?
|
উঃ শ্যাম পন্ডিত। |
|
|
|
সা’ বারিদ খান রচিত মঙ্গল কাব্যর নাম কি?
|
উঃ বিদ্যাসুন্দর। |
|
|
|
রাম প্রসাদ সেনকে কে কবিরঞ্জন’ উপাধি প্রদান করেন?
|
উঃ নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র। |
|
|
|
রাম প্রসাদ সেনের কাব্য গ্রন্থের নাম কি?
|
উঃ কবিরঞ্জন। |
|
|
|
অষ্টাদশ শতক বা মধ্যযুগের শ্রেষ্ঠ কবি হিসেবে কোন কবি সুপরিচিত?
|
উঃ ভারতচন্দ্র রায় গুনাকর। |
|
|
|
অন্নদামঙ্গল কাব্যগ্রন্থের রচয়িতা কে?
|
উঃ ভারত চন্দ্র। |
|
|
|
ভারতচন্দ্র কে কে রায় গুণাকর’ উপাধি প্রদান করেন?
|
উঃ নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র। |
|
|
|
ভারতচন্দ্র কার সভাকবি ছিলেন?
|
উঃ নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র। |
|
|
|
ভারতচন্দ্রের রায় রচিত মঙ্গল কাব্যর নাম কি?
|
উঃ অন্নদামঙ্গল কাব্য। |
|
|
|
ভারতচন্দ্র রায় গুণাকরের জন্মস্থান কোথায়?
|
উঃ হাওড়া জেলার পেঁড়ো (পান্তুয়া) গ্রামে। |
|
|
|
কোন কবির জীবানাবসানের মাধ্যমে মধ্যযুগের অবসান হয়েছে?
|
উঃ কবি ভারত চন্দ্র রায় গুনাকর। |
|
|
|